Tuesday, January 24, 2006

হাইপারড্রাইভ-১

হাইপারস্পেস, হাইপারড্রাইভ এই শব্দগুলো আজগুবিই মনে হতো । আজকে NewScientist এর ৭ জানুয়ারি সংখ্যাটি পড়ে মনে হচ্ছে এগুলো একেবারে ছেলেভুলানো শব্দ নয় । জার্মান বিজ্ঞানী বুর্কহার্ড হাইম (Burkhard Heim) (আমার ধারণা উনার কাছ থেকেই হাইপারস্পেস, হাইপারড্রাইভ এই শব্দগুলোর উত্‍পত্তি) ১৯৫০ এর দশকেই এই ধারণাগুলো তাত্ত্বিকভাবে প্রতিষ্ঠা করেন ? (:O:O:O) । আমি বিজ্ঞানের ছাত্র হবার পরেও এতো আশ্চর্য আগে আর হইনি ।

এখন আমি একটু এই কনসেপ্টটা এখানে ব্যাখ্যা করবো বাংলাদেশি ছাত্রদের হয়তো কাজে আসবে । (:( যে যুগ পড়েছে, মনে হয়না কেউ বাংলায় তাও আবার বিজ্ঞানের বিষয় পড়তে আগ্রহী হবে, যাই হোক আমি ই ব্যাপারে হাইম-এর অনুসারী হওয়াই ভালো মনে করি । হাইম ইংরেজী শেখেননি কখনোই কারণ উনি চাননি তার কাজ বিদেশীদের হাতে চলে যাক, আরো মজার ব্যাপার হচ্ছে উনার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলো উনি কোনো প্রচলিত peer-reviewed জার্নালেও পাবলিশ করেননি । হাইম তার জীবনে একটিই peer-reviewed জার্নাল পাবলিকেশন করেছেন ১৯৭৭ সালে তাও ম্যাক্স প্ল্যাংক ইন্সটিটিউট এর Zeitshrift fur Naturforschung এ)

0 Comments:

Post a Comment

<< Home