Friday, March 03, 2006

ছড়া ( শিশুতোষ )

আমার ভাগ্নী পাঠাল :) কেবল শিখল তো

ঝাউয়ের শাখায় শন শন শন
মাটিতে লাটিম বন বন বন
বাদলার নদী থৈ থৈ থৈ
মাছের বাজার হৈ হৈ হৈ ।
ঢাকিদের ঢাক ডুম ডুমা ডুম
মেঘে আর মেঘে গুড়ুম গড়ুম
দুধকলা ভাত সড়াত সড়াত
আকাশের বাজ চড়াত্‍ চড়াত্‍।